শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫০

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দেশটিতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একাধিক আন্তর্জাতিক দল উদ্বেগ প্রকাশ করায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের আপত্তির পর এবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইংল্যান্ড ইতিমধ্যে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের আপত্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। নিপাহ ভাইরাসে সংক্রমণের উচ্চ ঝুঁকিকেই তারা এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপাহ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন নেই, তবে অস্ট্রেলিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো বিধি-নিষেধ আরোপ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে।

এই অবস্থায় বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরদার হওয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সতর্কতাও বেড়েছে।

পাকিস্তানি গণমাধ্যম আরও জানিয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের কয়েকটি দেশও ভারতে খেলতে অনিচ্ছুক। এমনকি পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা রয়েছে।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছিল আইসিসি, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top