বাংলাদেশকে ৮০ রানে আটকে দিল ভারত

শাকিল খান | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৮:৪১

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তবে ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারেনি টাইগ্রেসরা। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ৮০ রানের বেশি করতে পারেনি দলটি।

দলের হয়ে চারে নামা জ্যোতি ও আটে নামা স্বর্না আক্তার ছাড়া কেউই পাননি দুই অঙ্কের রানের দেখা। ব্যাট করা অন্য ৮ জনের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেছেন ইশমা তানজিম। ৫১ বলে ২টি চারে ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। আর ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন স্বর্না। 

শেষদিকে স্বর্না একশ ছাড়ানো স্ট্রাইকরেটে ব্যাট না করলে ৬০ রানের মধ্যেই আটকে যেতে পারত বাংলাদেশ। কারণ, ১৩ ওভার ৩ বলে ৪৪ রান তুলতেই ৬ উইকেট হারায় দলটি। সপ্তম উইকেটে জ্যোতি ও স্বর্না ৩৬ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ওই রানেই থামে বাংলাদেশ। শেষ ওভারে কোনো রানই করতে পারেনি দলটি। 

ভারতের হয়ে বল হাতে দুর্ষর্ধ ছিলেন রেনুকা সিং ও রাধা যাদব। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রেনুকা। আর সমান ওভারে সমান মেডেন দিয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন রাধা। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top