ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বাংলাদেশের বিদায়

শাকিল খান | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৯:৪১

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ১০ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফাইনালে ওঠার।

শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ৮০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। যার জবাব দিতে নেমে অবলীলায় জয় তুলে নিয়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতেই নিশ্চিত করেছে দলের জয়। 

বাংলাদেশের হয়ে রান দেওয়ায় অকৃপণ ছিলেন দলের সেরা বোলার নাহিদা আক্তার। ৩ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন এই স্পিনার। ২ ওভারে ১৭ রান দিয়েছেন পেসার মারুফা আক্তার। 

ভারতের হয়ে বল হাতে দুর্ষর্ধ ছিলেন রেনুকা সিং ও রাধা যাদব। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রেনুকা। আর সমান ওভারে সমান মেডেন দিয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন রাধা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top