বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

১৬ বছরের স্কুল ছাত্রীর স্বর্ণ জয়

মেহেদী হাসান | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে দেখা মিলছে নতুন সব রেকর্ডের। দক্ষিণ কোরিয়া দেশটির হয়ে স্বর্ণ জিতেছেন ১৬ বছরের স্কুল পড়ুয়া ছাত্রী বান হিওইন।

সোমবার (২৯ জুলাই) মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনার লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং।

কোরিয়ান তরুণী বান হিউজিন সাবলীলভাবে লক্ষ্য ঠিক রেখে নিজের বন্দুক থেকে একের পর এক বুলেট ছুড়ছিলেন। শেষ অবদি দেশকে এনে দেন পদকও। যা কি না গ্রীষ্ম অলিম্পিকের কোরিয়ার শততম স্বর্ণ পদক। আর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হিউজিন হারিয়েছেন চীনের হুয়াং ইউটিংকে। যার ঝুলিতে কি না ইতিমধ্যে একটি স্বর্ণপদক রয়েছে।

দুই কিশোরীর স্কোর ছিল সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়। ১৭ বছরের ইউটিং জেতেন রূপা। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top