সহমর্মিতা ও সম্প্রীতিতে মোড়ানো এমন বাংলাদেশই দেখতে চান তামিম
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ১৮:৩৬
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ। দেশের এমন কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জেগে উঠেছে পুরো দেশ।
বন্যার্তদের সহায়তায় ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছেন সাধারণ মানুষ। সবার একসঙ্গে এমন কাজ করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব দেখে উদ্বুদ্ধ ও আবেগআপ্লুত হচ্ছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু ছবি ফেসবুকে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি লিখেছেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কি? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই!'
তিনি আরও লেখেন, 'সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।'
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।