বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

শাকিল খান | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৪, ১৬:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির প্রথম দিনে জয় হয়েছে বৃষ্টিই। টানা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রথম দিনের খেলা। বাংলাদেশ সময় দুপুর ১টার পরপরই আসে এই সিদ্ধান্ত। এদিন ম্যাচে টস পর্যন্ত হয়নি।

দ্বিতীয় টেস্ট ঘিরে আবহাওয়ার এমন অবস্থার পূর্বাভাস অবশ্য দেওয়াই ছিল। বাংলাদেশ সময় ১১টায় শুরু হওয়ার কথা ছিল টেস্টটি। এমনকি দুই দলের খেলোয়াড়রাও মাঠে আসেননি। তারা ছিলেন হোটেলেই। প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় বাকি ৪ দিন বাড়ানো হতে পারে সময়। 

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে সেই টেস্টে দিনের দ্বিতীয় ভাগে খেলা মাঠে গড়ায়। প্রথম ইনিংসে ৪১ ওভার পর্যন্ত ব্যাট করে পাকিস্তান। পরে সেই ম্যাচের ফলও আসে। স্বাগতিকদের ১০ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টেস্টে জয় পায় টাইগাররা। 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top