বিশ্বে প্রথম ১০০ কোটি ফলোয়ারের মালিক রোনালদো
রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩
আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছুটে। এমন কথায় বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু কথা নয়, কাজেও প্রমাণ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। কদিন আগেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়েছে রেকর্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরটি জানিয়েছেন রোনালদো। ইংরেজিতে ১ই আকৃতির মধ্যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। যার শিরোনাম দিয়েছেন—১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।
ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। এক্স-এ তার অনুসারী ১১ কোটি ৩০ লাখ এবং ১৭ কোটি ৫ লাখ ফেসবুকে। গত ২১ আগস্ট ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামের চ্যানেল খুলে ৯০ মিনিটের মধ্যে ১০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছিলেন, যা বেড়ে ৫ কোটি হতে একসপ্তাহও লাগেনি। বর্তমানে তা ৬ কোটি ৬ লাখে ঠেকেছে। এছাড়া চীনা প্ল্যাটফর্ম কুয়াইশো ও ওয়েইবোতেও তার লাখ লাখ ফলোয়ার আছে।
পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’
তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এক মাস না পেরোতেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬ কোটি ৬ লাখ। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬ কোটি হতে হতেই প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবু রেকর্ড গড়া যাঁর নেশা, তিনি তো আর সহজে থামেন না। সেরকম কিছুরই ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন,‘সেরাটা আসতে এখনো বাকি। একসঙ্গে আমরা এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করব।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।