টস হেরে ব্যাটে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিন
শাকিল খান | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৩
শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
টস হেরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’
গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। দুই পেসারের পরিবর্তে একজন পেসার ও একজন স্পিনার নেওয়া হয়েছে। অর্থাৎ স্পিনে শক্তি বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।