এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪, ২০:৫৪

ছবি: সংগৃহীত

নারীদের টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে সংগ্রহ বড় না হলেও বোলারদের দাপটে ১৬ রানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের টি-২০ বিশ্বকাপে চার টুর্নামেন্ট ও এক দশক পরে জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ২০১৪ টি-২০ বিশ্বকাপে শেষবার ম্যাচ জিতেছিল সালমা খাতুনের দল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ মিশন শুরু হলো প্রত্যাশা মিটিয়ে। এদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে তাদের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে বোলাররা টাইগ্রেসদের ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন।

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে। ফলে ১৬ রানের জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন।

স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা চার আসরে ১৬ ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়েই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top