রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রফি নিয়ে ফিরছেন সাবিনারা, বরণে প্রস্তুত ছাদখোলা বাস

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১৩:০৫

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে আজ দেশে ফিরছেন বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যে সাফজয়ীদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদ খোলা বাস। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানোর কাজ শেষ হয়েছে। দুপুর সোয়া দুইটায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

দেশে ফিরতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সাবিনারা। হোটেলে কেক কাটার পাশাপাশি স্টাফরাও ছবি তোলেন সাবিনাদের সঙ্গে।

সাবিনাদের বরণ করে নেওয়ার জন্য যে বাসটি প্রস্তুত করা হয়েছে তা ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। সেই ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে সাবিনারা।

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় সাবিনা খাতুনের দল। সাফের শিরোপা নিয়ে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরবেন ফুটবলাররা।

সাবিনারা চেয়েছিলেন শিরোপা জিততে পারলে যেন এমন ছাদখোলা বাসে করে আবারও উৎসব করতে পারেন। তাদের সেই ইচ্ছাটাই বাফুফে পূরণ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top