বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সিরিজে সমতায় ফিরতে প্রস্তুত বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪, ১১:২৬

ছবি: সংগৃহীত

শারজায় সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯২ রানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে স্বাগতিক আফগানিস্তান। এবার সিরিজ বাঁচানোর বড় চ্যালেঞ্জের সামনে নাজমুল হোসেন শান্তর দল।

আজ (৯ নভেম্বর) একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৪টায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামবেন তারা। মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। প্রথম ম্যাচ হেরে গেলেও এখনই সবকিছু শেষ মানতে রাজি নন তিনি। শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরাজ এসব কথা বলেন।

এ ম্যাচে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা নিশ্চিত। কারণ, আঙুলে আঘাত পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। স্কোয়াডে নেই আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। ফলে একাদশে যুক্ত হবেন একজন উইকেটরক্ষক ব্যাটার। সেই তালিকায় এগিয়ে রয়েছেন তরুণ জাকের আলী অনিক।

এদিকে জায়গা হারাতে পারেন রিশাদ হোসেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। কারণ, আফগানিস্তানের বেশ কয়েকজন ডান হাতি ব্যাটার রয়েছে। যেখানে দলকে বাড়তি সুবিধা এনে দিতে পারেন নাসুম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top