বাংলাদেশের রেকর্ড স্কোর, শারমিনের ৪ রানের আক্ষেপ
শাকিল খান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৬:০১
দুর্দান্ত ইনিংস খেলার পর সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হলেন শারমিন আখতার। তবে তার ইনিংসের ওপর ভর করে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার। যেখানে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। মুর্শিদা ৬১ বলে ৫টি চারে লরা ডেলানির বলে ৩৮ করে বিদায় নেন। তবে হাফসেঞ্চুরির দেখা পান ফারজানা। তিনি ১১০ বলে ৪টি চারে ৬১ করে অ্যামি ম্যাগুইরের শিকার হন।
তিনে নামা শারমিন দুর্দান্ত ব্যাট করতে থাকেন। তবে কপাল খারাপ থাকায় শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ৪৯তম ওভারের শেষ বলে তিনি ফ্রেয়া সার্জেন্টের বলে আউট হন। ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রান করেন এই ব্যাটার। এছাড়া ২৮ বলে ২৮ রান করেন অধিনায়ক নিগার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।