প্রথম বাংলাদেশি হিসেবে আল্ট্রা ট্রেইল ম্যরাথনে ইমামুরের রেকর্ড

রাজীব রায়হান | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিত ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনের ১০০কিলোমিটার বিভাগে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করে মাইলফলক গড়েন আল্ট্রা রানার ইমামুর রহমান। গত ৬-৮ ডিসেম্বর থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৮৫টি দেশের রানাররা অংশ গ্রহণ করেন।

১০০ কিলোমিটার বিভাগে মোট দূরত্ব ছিল ৯৬ কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার একশ মিটার। ইমামুর রহমান ২৬ : ৪৮ : ১৩ ঘণ্টা সময় নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ শেষ করেন।

ইমামুরকে চিয়াং মাইয়ের ওয়াট ফ্রা দ্যাট দোইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুন চ্যাং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়ে সা এলিফ্যান্ট ক্যাম্প, দোই পুই সামিট, দোই ফা ক্লং, হোমাংগ্রাম, ওয়াট ফ্রা দ্যাট দোই সুথেপ মন্দির অতিক্রম করতে হয়েছে।

দৌঁড় শেষে তরুণ এ রানার বলেন, গত বছর তিনি এই একই ইভেন্টে অংশ নিয়েছিলেন এবং আটষট্টি কিলোমিটার শেষ করার পরে একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যে কারণে দৌড় শেষ না করেই ফিরে আসতে হয়েছিল, কিন্তু এবার কিছুই তাকে থামাতে পারেনি। এবার তিনি গতবারের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে ট্র্যাকে এসে সফলতার সঙ্গে দৌড় শেষ করে বাংলাদেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন।

ইমামুর আরো বলেন প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি ইভেন্টের ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথনের ফিনিশিং লাইন এ পৌঁছানো ছিল তার স্বপ্ন এবং সেটি তিনি করে দেখিয়েছেন। ইউটিএমবি বা আল্ট্রা ট্রেইল ডু মন্ট ব্লাঙ্ক-এ সুপার বোলে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত। এই রেস মূলত হয়ে থাকে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতমালার চারপাশে।

ইমামুর জানান, লম্বা সময় ধরে ম্যারাথনার হিসেবে দৌড় শুরু করলেও তিনি ইউটিএমবির সঙ্গে জড়িয়েছেন বেশ কয়েক বছর হলো। ইমামুর রহমান গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল ম্যারাথন এবং পর্তুগাল সুপার হাফ সিরিজের সফলতার পর এ বছর ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট রান ও পাতায়া ম্যারাথন এবং আমাস্টারডাম ম্যারাথন সম্পূর্ণ করেন।

ভবিষ্যতে আরো আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ও আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন তরুণ এই আলট্রা ট্রেইল ম্যারাথন রানার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top