প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্মারুম্মার মুখ

রাজীব রায়হান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে মাঝেমধ্যেই অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়। এবার সেরকমই ঘটল জিয়ানলুইজি দোন্নারুম্মার। প্রতিপক্ষ ফুটবলারের বুটের স্পাইকের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। ইতালির এই গোলকিপারের মুখের অবস্থা দেখলে চমকে উঠতে হয়।

তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ফরাসি লিগ আঁতে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের ১৭তম মিনিটে দোন্নারুম্মার সঙ্গে এই ঘটনা ঘটে। মোনাকোর মাঠে স্বাগতিক দলের ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ছুটতে থাকা সিঙ্গো নিজের গতি সামলাতে পারেননি। সংঘর্ষ এড়াতে তিনি চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে। তখনই ঘটে দুর্ঘটনা।

সিঙ্গোর বুটের নিচে থাকা স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় দোন্নারুম্মার মুখের ডানপাশ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঝরতে শুরু করে রক্ত। তাৎক্ষণিকভাবে রক্তঝরা ঠেকাতে কেটে যাওয়া অংশে ১০টি স্টাপল লাগিয়ে জোড়া লাগানো হয়। পরবর্তীতে মাঠ ছাড়েন তিনি।

এই ঘটনার পর কোনো কার্ড দেখেননি আগেই হলুদকার্ড দেখা সিঙ্গো। রেফারি ধরে নেন, সিঙ্গোর আঘাতটি ইচ্ছেকৃত ছিল না। ৫ মিনিট পর পুনরায় খেলা শুরু করেন রেফারি। ৪-২ ব্যবধানে পিএসজির জয়ের পর সিঙ্গোর কোনো কার্ড না দেখা নিয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয় কোচ লুইস এনরিককে। জবাবে পিএসজি কোচও স্বীকার করেন, এমন সময় সিদ্ধান্ত দেওয়া রেফারির জন্যও কঠিন ছিল।

বিবিসিকে এনরিকে বলেন, আমার কিছু করার নেই। আমি ঘটনাটি দেখিনি। কিন্তু যখন আপনি এমন কোনো ঘটনা দেখবেন, তখন সত্যিই এটি (সিদ্ধান্ত দেওয়া) কঠিন। খেলোয়াড়রা ইচ্ছেকৃতভাবে আঘাত করেন না। এমন ম্যাচে রেফারির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। যদিও আমি রেফারি নিয়ে কথা বলছি না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top