সোনারগাঁয়ে মেঘনা নদীতে ৫ কিলোমিটার সাঁতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে হয়ে গেল মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৫’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
শুক্রবার(৩১ জানুয়ারি) সাঁতার শুরু হয় সকাল ১১টা ২ মিনিটে সোনারগাঁ উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। । ৫ কিলোমিটার সাতাঁরে প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল, দ্বিতীয় হয়েছেন নাজমুল হক ও তৃতীয় হয়েছেন রাব্বী মিয়া।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘনা থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।