রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আজীবন সম্মাননা হিসেবে নাইডু অ্যাওয়ার্ড পেলেন শচীন টেন্ডুলকার

রাহুল রাজ | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০

আজীবন সম্মাননা হিসেবে নাইডু অ্যাওয়ার্ড পেলেন শচীন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য সাবেক ক্রিকেটারদের প্রতি বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সি. কে. নাইডু অ্যাওয়ার্ড। আজীবন সম্মাননার অংশ হিসেবে ২০২৪ সালের এই অ্যাওয়ার্ড পেলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে শচীনের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিসিসিআই।


গত বছর এটি পেয়েছিলেন দুজন ক্রিকেটার—রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ার। এই পুরস্কার পাওয়াদের তালিকায় আছেন লালা অমরনাথ, সৈয়দ মুশতাক আলী, বিজয় হাজারে, মুনসুর আলী খান পতৌদি, মহিন্দর অমরনাথ ও কপিল দেবের মতো ক্রিকেটাররা। লালা সি. কে নাইডু অ্যাওয়ার্ডের প্রথম প্রাপক।

২৪ বছরের ক্যারিয়ারে শচীন দেশকে যেমন অনেক দিয়েছেন, তেমনি নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৬৬৪ ম্যাচে ৩৪ হাজারের বেশি রান করেছেন তিনি। লম্বা এই যাত্রায় জিতেছেন একটি ওয়ানডে বিশ্বকাট, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২টি এশিয়া কাপ।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ বছরের ক্যারিয়ারে শচীনের ব্যক্তিগত অর্জন তো আছেই, দেশের হয়েও অনেক কিছু জিতেছেন। শুধু ব্যাটই না, একটি জাতির আশা বহন করেছেন তিনি, আর ভারতীয় ক্রিকেটকে রূপান্তর করেছেন বৈশ্বিক পাওয়ার-হাউজে।

একই অনুষ্ঠানে গত বছর অসামান্য পারফরম্যান্সের জন্য জাসপ্রিত বুমরাহ পেয়েছেন পলি উমরিগর অ্যাওয়ার্ড। ২০০৭ সালে এই পুরস্কারের রীতি চালু হওয়ার পর বিরাট কোহলি সর্বোচ্চ ৫ বার জিতেছেন, দুইয়ে বুমরাহ। এবার নিয়ে তিন বার পলি উমরিগর জিতেছেন ভারতীয় পেসার। প্রথম প্রাপক শচীন টেন্ডুলকার পেয়েছেন দুবার।

নারী দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা জিতেছেন সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার। গত বছর ওয়ানডেতে ৭৪৭ ও টি-টোয়েন্টিতে ৭৬৩ রান করেন তিনি। পুরস্কার পেয়েছেন গত বছর অভিষেক হওয়া পুরুষ দলের সরফরাজ খান ও নারী দলের আশা সোবহানাও। বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচ শেষে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top