আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ, দিতে হচ্ছে পরীক্ষা
বার্তা বিভাগ | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭
চলতি মাসের ১ ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি। সেদিন দলটির হয়ে স্পিনার আরাফাত সানি ৪ ওভার বল করে দিয়েছিলেন ৪১ রান। উইকেট তুলে নেন ১টি।
আর সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে সেটি ম্যাচ রেফরিকে জানানো হয়। আর সে কারণে বিপিএলের ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে।
সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না। সানির ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ। খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার। এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে ৬ তারিখ বোলিং অ্যাকশন বোলিং দিবেন সানি। ঢাকা পোস্টকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
২০১৫ সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয় সানির। সেবারে তিনি পরীক্ষার মাধ্যমে উতরে যান।
এর আগে চলতি বিপিএলেই চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে ছিল সন্দেহ। ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে বরিশালের বিপক্ষে ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। ২৫শে জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। বৈধতা পেয়ে তবেই ফিরেছেন মাঠে।
বিপিএলের চলতি আসরে ৯ ইনিংসে বল করে ২৪৯ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি ২৪.৯০ রানে পেয়েছেন ১টি করে উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর বেশি রান।
বিষয়: আরাফাত সানি অ্যাকশনে সন্দেহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।