হামজা ঢাকায় এসে শিলং যেতে চান

রাহুল রাজ | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৭

ফাইল ফটো

ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে খেলতে প্রথমে ঢাকায় আসতে চান। ঢাকা থেকে অন্যান্য ফুটবলারের সঙ্গে ভারতের শিলং যেতে চান। কবে আসবেন, সেটি নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তিনি জানান, হামজার ইচ্ছা আগে ঢাকায় আসবেন।


ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচ ২৬ মার্চ। সিলেটের ছেলে হামজা চৌধুরী ঢাকায় এলে তাকে সাড়ম্বরে অভ্যর্থনা দিতে পরিকল্পনা রয়েছে বাফুফের।


হামজার ঢাকায় আসার তারিখটা নির্ভর করছে তার নতুন ক্লাবের ছুটির ওপর। ইংলিশ লিগের দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলছেন। এই ক্লাবের সঙ্গে কথা বলে ছুটির বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফাহদ করিম।

ভারতে খেলতে যাওয়ার আগে ১২ দিনের জন্য সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সেখানে কন্ডিশনিং ট্রেনিং করবে। দুটি প্রস্তুতি ম্যাচও খেলার চেষ্টা করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের অনুশীলন শুরু হবে, ৫ মার্চ সৌদি আরবে যাওয়া, ১৭ মার্চ ফিরবে এবং ২০ মার্চ শিলং যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

এর আগেই প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হয়ে যাবে। খেলোয়াড় ক্লাবের খেলায় থাকবেন। সেখানেও তাদের পারফরম্যান্স দেখার সুযোগ নেবেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top