প্রস্তুতি ভালো না হলেও ভালো কিছু হওয়া সম্ভব : সিমন্স
রাহুল রাজ | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৪
![সিমন্স](https://www.newsflash71.com/pmanager/guatemala-20250211080922-20250211131329.jpg)
বিপিএলের পর কালক্ষেপণ না করে অনুশীলনে নেমে পড়েছে টাইগার বাহিনী। দিন-রাত মিলিয়ে চলছে সেই অনুশীলন। তবু প্রধান কোচ ফিল সিমন্স এমন প্রস্তুতিকে সেরা প্রস্তুতি বলতে রাজি নন। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দল ওয়ানডে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। সেখানে বাংলাদেশ নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তাতে তুলনামূলকভাবে টাইগারদের প্রস্তুতিকে সেরাদের কাতারে ফেলতে চান না কোচ।
এদিকে প্রস্তুতিতে সেরাদের কাতারে না থাকলেও স্বপ্নটা সেরাদের মতো করেই দেখছেন। তার মতে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে ফিল সিমন্স বলেছেন, 'আমি মানছি যে, অন্য দলগুলো যেভাবে ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছে, সেভাবে আমরা নিচ্ছি না। তাই এটি সেরা প্রস্তুতি নয়।
তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। তাতে দক্ষতার দিক থেকে তারা তীক্ষ্ণই রয়েছে। আগামী ছয় থেকে সাত দিনে ক্রিকেটারদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। তাদের দক্ষতা রয়েছে, পারফর্ম করতে দেখেছি আমরা। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার।'
বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে সিমন্সের অগাধ বিশ্বাস রয়েছে। ক্যারিবিয়ান এই কোচ বিশ্বাস করেন, বাংলাদেশ ট্রফি জেতার মতো যোগ্য দল। তার মতে, 'যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে আমি থাকতাম না। যখনই কোনো টুর্নামেন্টে খেলতে হবে, সেরা সাফল্য বের করে আনতে হবে।
আর যে দিনে ম্যাচ গড়াবে, ঐ দিনে সেরাটা দিয়ে লড়াই করতে হবে। আমি দলকে এটাই বোঝানোর চেষ্টা করছি। ক্যারিবিয়ান সফরে আমি ক্রিকেটারদের দেখেছি, তারা কতটা শক্তিশালী। সুতরাং আমরা ভালো খেলতে পারলে বেশ ভালো সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার।'
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ফর্মহীনতার কারণে বিপিএলে তিনি নিয়মিত খেলতে পারেননি। তবে শান্তকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ সিমন্স। 'আমি তার ব্যাপারে একটা জিনিস বলতে পারি, তিনি কঠোর পরিশ্রমী। মাঠে না খেললেও প্রতিনিয়ত পরিশ্রম করে গেছেন। তিনি তার নিজের কাজটা করেছেন। খেলাটা এখন ৫০ ওভারের। আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন হবে, আর আমার মনে হয় সেটা তার রয়েছে।'
এদিকে শান্তর পাশাপাশি নাহিদ রানাকে নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। বিপিএলের শেষ দিকে রংপুর রাইডার্সের হয়ে জ্বলে উঠতে দেখা যায়নি গতিদানবকে। রানাকে নিয়ে সিমন্স বলেছেন, 'হ্যাঁ, বিপিএলের শেষ কয়েক ম্যাচে তাকে স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতির মনে হয়েছে। এমনকি শেষ দিকে এসে রানআপও তার স্বাভাবিক সময়ের মতো ছিল না। তবে তিনি কিছুটা বিশ্রাম পেয়েছেন। বিশ্রামের পর তাকে আবারও আগের অবস্থায় মনে হয়েছে। গতি ফিরে আসছে এবং ক্যারিবিয়ানে যেমন ছিল, তেমনটাই দেখা যাচ্ছে।'
এ দিকে চ্যাম্পিয়নস ট্রফির খেলা ৫০ ওভারের হলেও জাতীয় দলের সবাই সম্প্রতি ২০ ওভারের বিপিএল শেষ করেছেন। দুটি ভিন্ন ফরম্যাট, খেলার ধরনও ভিন্ন। বিপিএলের প্রভাব ৫০ ওভারের ক্রিকেটে পড়লে অবস্থা বেগতিক হতে পারে।
বিষয়টি নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, 'আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা হয়নি খেলোয়াড়দের সঙ্গে। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছেন, সেটি ৫০ ওভারের ক্রিকেটের জন্য। আমার মনে হয় না বিপিএল কোনো প্রভাব ফেলবে।
আর সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব, পরে সন্ধ্যায় আলোর নিচেও সেটি চলবে। এভাবেই আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।'
চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবির সঙ্গে ফিল সিমন্সের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর মেয়াদ বাড়বে কি না, সেটি নিয়ে কথা বলতে রাজি হননি এই ক্যারিবিয়ান। সাকিব আল হাসানের বিষয়েও তিনি মুখ খোলেননি। বাংলাদেশের পোস্টারবয় হিসেবে খ্যাত সাকিব রয়েছেন দেশের বাইরে। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার খেলার কথা থাকলেও বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় দলে জায়গা হয়নি।
বিষয়: সিমন্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।