চ্যাম্পিয়নস ট্রফি
শুধু লাহোর নয়, করাচিতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান
রাহুল রাজ | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৩৪
![শুধু লাহোর নয়, করাচিতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান](https://www.newsflash71.com/pmanager/6-20250215133331.jpg)
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। তার আগে ১৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুধু লাহোর নয়, করাচিতেও হবে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি। যেখানে পারফর্ম করবেন দেশি-বিদেশি তারকারা।
উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সঙ্গীত শিল্পী শাফকাত আমানাত আলী, শাহীর আলী বাগা ও আলী জাফর। মিউজিক্যাল পারফরম্যান্স ছাড়াও মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানিও দেখতে পাবেন দর্শকরা।
চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি স্টেডিয়ামে। পাকিস্তান-নিউজিল্যান্ডের পর আফগানিস্তান- দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ফাইনালে যদি ভারত উঠতে না পারে তাহলে সেই ম্যাচটিও করাচিতে অনুষ্ঠিত হতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।