তারুণ্যের উৎসব জেটিআই টেনিস কার্নিভাল ২০২৫

পালন হল দিনব্যাপী টেনিস কার্নিভাল

রাহুল রাজ | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:২৯

পালন হল দিনব্যাপী টেনিস কার্নিভাল

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্তে বাংলাদেশ টেনিস ফেডারেশন কর্তৃক আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ (জেটিআই) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী টেনিস কার্নিভাল এর আয়োজন করা হয়েছে।

কার্নিভালে বিএফএ গোল্ডেন ঈগল, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ইউলস লিটল ফ্লাওয়ার, বিয়াম ল্যাবলেটরি স্কুল, সানিডেইল স্কুল, ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল, সেগুণবাগিচা স্কুল, বিএসআইএসসি স্কুল, বিএসিএইচএ ইংলিশ মিডিয়াম স্কুল, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল , বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল ও রাজারবাগ পুলিশ লাইস স্কুল এন্ড কলেজ হতে প্রথম হতে সপ্তম শ্রেণীর খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব জনাব মো: আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও বিটিএফ ট্রেনিং, ডেভলপমেন্ট ও সিলেকশন কমিটির মেম্বার ইন চার্জ জনাব মো: সেলিম, সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), নির্বাহী সদস্য মিসেস হোসনে আরা রিনাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top