বাংলাদেশের হৃদয় ভাঙা হার: স্বর্ণার ঝড়ও জেতাতে পারল না
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশের টাইগ্রেসরা দেখালো দারুণ লড়াকু মনোভাব! স্বর্ণা আক্তারের মাত্র ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৩২ রান। স্বর্ণার এই অর্ধশতক ছিল বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম।
২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের শুরুতেই চেপে ধরে বাংলার স্পিনাররা। মাত্র ৭৮ রানেই দক্ষিণ আফ্রিকার ৫টি মূল্যবান উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে জয়ের স্বপ্ন জাগিয়ে তোলে। কিন্তু এখানেই গল্পের মোড় ফেরে। মারিজান ক্যাপ ৫৬ এবং ক্লোয়ি ট্রয়ন ৬২ রান করে দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফিরিয়ে আনেন। তাদের অসাধারণ জুটিতেই ম্যাচ বাংলাদেশের হাত থেকে ফসকে যেতে শুরু করে।
শেষ মুহূর্তে নাদিন ডি ক্লার্কের গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে বাংলাদেশ! আর সেই ভুলেরই মাশুল দিতে হলো। শেষ হাসি হাসল প্রোটিয়ারা। মাত্র তিন বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। দারুণ লড়েও ফের হারের হতাশায় ডুবল টাইগ্রেসরা!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।