ইনজুরিতে তাসকিন,বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৭:০৮
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। সেই চোটের কারণেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারও তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দেশের প্রধান এই ফাস্ট বোলার খেলতে পারবেন কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন। তবে হাঁটুর সমস্যার কারণে টুর্নামেন্টের বাকি অংশে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরির কারণেই ঢাকার সর্বশেষ ম্যাচে তাকে দেখা যায়নি।
রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন। এমনকি ড্রেসিংরুমেও তার উপস্থিতি না থাকায় সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি জানান, হাঁটুর চোটের কারণে এই মুহূর্তে খেলার মতো ফিট নন তাসকিন। তবে চোট গুরুতর নয় বলেও আশ্বস্ত করেন তিনি।
মিঠুন বলেন, ‘এটি পুরোপুরি ফিজিওর সিদ্ধান্ত। তাসকিনের হাঁটুতে সমস্যা রয়েছে, তাই তাকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। স্ক্যান করানোর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, সোমবার ঢাকার পরবর্তী ম্যাচেও তাসকিনের খেলা অনিশ্চিত। তবে ঢাকা পর্ব শুরু হলে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছেন তাসকিন। তার ইকোনমি রেটও তুলনামূলক বেশি—৯.৭৮। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ঝুঁকিতে ফেলতে চায় না দল ব্যবস্থাপনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদও তাসকিনের অবস্থা নিয়ে আশ্বস্ত করেছেন। তিনি জানান, চোটটি গুরুতর নয় এবং নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই স্ক্যান করানো হচ্ছে।
তবে উদ্বেগ বাড়াচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে সময় খুব বেশি নেই। স্ক্যান রিপোর্টে যদি বড় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে বিশ্বকাপে তাসকিনের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থেকেই যাবে।
এখনো তার ফেরার নির্দিষ্ট সময় জানানো হয়নি। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সবাই আশা করছে, দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য পেসার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।