বাফুফের ৩০ কোটি টাকার ফান্ড: আশার কথা শোনালেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২১

বাংলাদেশ ফুটবলের জন্য দুঃসংবাদ! ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকা পাওয়ার কথা বাফুফের। কিন্তু ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল!
তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে আশ্বস্ত করেছেন। কমলাপুর স্টেডিয়ামের উদ্বোধন করতে এসে তিনি বলেন, “ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। তিনি দ্রুত ভূমি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করার কথা জানান।
ফেডারেশন প্রতিষ্ঠার ৫৩ বছর পরও বাফুফের নিজস্ব কোনো মাঠ নেই। ফিফার অর্থায়নে এই ‘সেন্টার ফর এক্সিলেন্স’ নির্মিত হলে সেই অপূর্ণতা দূর হবে। এখানে ঘাসের মাঠ, কৃত্রিম টার্ফ, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকার পরিকল্পনা আছে।
মূলত কক্সবাজারের রামুতে প্রথমে জমি পেলেও পরিবেশগত কারণে জায়গা বদল করতে হয়। এখন নতুন করে রশিদনগরে ১৫ একরের মতো জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যা বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।