“অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অন্যায়:আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:২১
বাংলাদেশ নারী ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—কিন্তু খেলার পারফরম্যান্স নয়, বরং দলকে ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের কারণে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি করেছে।
এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে।
উত্তপ্ত পরিস্থিতিতে বোর্ডের নতুন পরিচালক আসিফ আকবর মুখ খুলেছেন। তিনি বলেছেন, “অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অন্যায়। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত। যদি তদন্ত শেষে কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”
আসিফ আরও জানিয়েছেন, নারী ক্রিকেট যে অবস্থানে পৌঁছেছে, তা ধরে রাখতে হলে সমস্যা দ্রুত ও কঠোরভাবে সমাধান করা জরুরি। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, নারী ক্রিকেট এখন যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা রাখতে হলে সমস্যাগুলো সমাধান করতে হবে—এবং খুব কঠোরভাবে।”
বোর্ডে নতুন দায়িত্ব পাওয়া আসিফ জানিয়েছেন, তারা অতীতের বিতর্ক পেছনে ফেলে পরিচ্ছন্ন প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে চাইছে। “দেড় মাস আগে বোর্ডে নতুন আসার পর আমরা চেষ্টা করছি যেন কোনো রকম বিতর্ক ছাড়া কাজ করা যায়। অতীতে যা হয়েছে, সেগুলো যেন আর টেনে না আনি—এটাই এখন আমাদের লক্ষ্য।”
তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম, সঙ্গে আছেন বোর্ড পরিচালক রুবাবা দৌলা এবং নারী ক্রীড়া সমিতির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।