বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সামিত সোম ঢাকায় ফিরলেন, নেপাল ও ভারতের মুখোমুখি লড়াইয়ের প্রস্তুতি শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৪

ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ নভেম্বর: নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কানাডা থেকে দেশে ফিরে এসেছেন জাতীয় দলের ডিফেন্ডার সামিত সোম।

সামিত সাম্প্রতিককালে কানাডির কাভালরি এফসির হয়ে খেলেছেন এবং ১০ নভেম্বর পর্যন্ত সেই ক্লাবের হয়ে মাঠে ছিলেন। এরপরই তিনি বিমানযোগে ঢাকায় পৌঁছান। কানাডার শীতময় মাইনাস দুই ডিগ্রি থেকে ঢাকার ২০–২৫ ডিগ্রি উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নেওয়া সহজ হবে না, বলে মনে করছেন জাতীয় দলের ফিটনেস কোচরা।

জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ নভেম্বর) দলের অনুশীলনে যোগ দেবেন সামিত সোম। বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের দল।

বাংলাদেশ জাতীয় দলে সামিতের অভিষেক হয় গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেই (৯ অক্টোবর) তিনি গোল করেন। নেপালের বিপক্ষে তাকে কতক্ষণ খেলানো হবে, তা এখনো দেখার বিষয়।

এর আগে, মিডফিল্ডার হামজা চৌধুরী গত সোমবার ঢাকায় এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। পূর্ণ শক্তির সঙ্গে লাল-সবুজ শিবির নেপাল ও ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top