শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৪০

সংগৃহীত

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

উদ্বোধনের পর উপস্থিতরা ফটোশেসনে অংশ নেন এবং মেজর জেনারেল মো. হাসানুজ্জামান ও মাহির আলী খাঁন রাতুল গলফ মাঠে পটে বল ফেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু করেন।

জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বলেন, “রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। তারা ক্লাবের উন্নয়ন এবং অন্যান্য প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ আমাদের সঙ্গে থাকবে।”

মেজর জেনারেল মো. হাসানুজ্জামান প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, “জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য গলফ ক্লাবের তুলনায় ভিন্ন ও আকর্ষণীয়। অনেক গলফার এখানে খেলতে আসেন।”

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, “প্রথমবারের মতো আর্মড ফোর্সেস ডে কাপ আয়োজন করেছি। গলফারদের মধ্যে প্রতিযোগিতার প্রতি আগ্রহ দেখছি। রূপায়ণ গ্রুপ দেশের আবাসন খাত ও ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও জলসিঁড়ির উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিইও লে. কর্নেল আরিফ আহমেদ বেলাল (রিটায়ার্ড), রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনার আহসান হাবিব (অব.), সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং ডিরেক্টর অপারেশন লেফটেনেন্ট কর্নেল কবিরউদ্দিন আহমেদ (অব.)।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top