স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন থাকছে ভোটের মাঠে , নুরের জন্য কঠিন চ্যালেঞ্জ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৯:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি নির্বাচন থেকে সরে আসার বিষয়ে অনড় ছিলেন এবং ভোটগ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচনি এলাকায় জনপ্রিয় হাসান মামুনের প্রার্থিতা প্রত্যাহার না করায় নুরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে নুর পরিচিতি পেয়েছিলেন, তবে হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৩ আসনের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। নির্বাচনে নুরকে জোট প্রার্থী ঘোষণা করা হলেও দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধারার বিএনপি নেতাকর্মীরাও হাসান মামুনের পক্ষে কাজ করছেন।
হাসান মামুন সংবাদদাতাকে বলেন, “আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপে নির্বাচন থেকে সরে আসার সুযোগ নেই। ভোট পর্যন্ত লড়াই চালিয়ে যাব। মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।”
এর আগে, ১৭ জানুয়ারি পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি নুরের সঙ্গে অসহযোগিতার কারণে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।