ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দাপট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:১৫
ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের চার দিনের নাটকীয়তা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে একতরফা নিয়ন্ত্রণে। দ্বিতীয় টেস্ট জয়ের জন্য এখন মাত্র চারটি উইকেট দূরে বাংলাদেশ, আর এর সঙ্গেই হাতের নাগালে রয়েছে সিরিজে নিখুঁত ২-০ হোয়াইটওয়াশ।
চতুর্থ দিনের শুরুতে ৩৬৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নামলেও বাংলাদেশ দ্রুত দুটি ধাক্কায় বিপদে পড়ে। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদমান ইসলাম। পাঁচ বল পর জর্ডান নিলের বাউন্সারে গালিতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এরপর ম্যাচের রূপ পাল্টে দিতে শুরু করেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। দুজনের ১২৩ রানের জুটি আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে বাংলাদেশের হাতে। সিরিজে নিজের তৃতীয় ফিফটি তুলে নেওয়া মমিনুল ৮৭ রানে থামেন। অন্য প্রান্তে আক্রমণাত্মক মুশফিক অর্ধশতকে পৌঁছে ম্যাকব্রিনকে মারেন দারুণ এক ছক্কা। লাঞ্চের আগেই দল যোগ করে আরও ১২৪ রান, লিড পৌঁছায় ৪৯১ রানে।
এরপর মমিনুল আউট হতেই বাংলাদেশ ঘোষণা করে ইনিংস, আয়ারল্যান্ডকে দেয় প্রায় অবাস্তব ৫০৯ রানের টার্গেট।
ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউ করে নতুন ইতিহাস গড়েন তাইজুল ইসলাম—তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট-শিকারি। পল স্টার্লিং শুরুতে আগ্রাসী হলেও তাইজুলের টার্ন করা বলে শর্ট–লেগে ক্যাচ দেন।
কারমাইকেল–টেক্টরের ৫০ রানের জুটি কিছুক্ষণ লড়াইয়ের ইঙ্গিত দিলেও সেটি ভেঙে দেন হাসান মুরাদ। প্রথম বলেই এলবিডব্লিউ করেন তিনি কারমাইকেলকে। এরপর টেক্টর লড়াকু ফিফটি তুললেও মুরাদের ঢিলেঢালা বলকে ডিপ মিডউইকেটে তুলে দিয়ে বিদায় নেন।
লরকান টাকারকে ফেরান খালেদ আহমেদ, আর ডিপে জীবন পাওয়া স্টিফেন ডোহেনিকে শেষ পর্যন্ত তুলে নেন তাইজুল—তার দিনের তৃতীয় শিকার।
আলো কমে আসায় দিনের দুই ওভার বাকি থাকতে খেলা বন্ধ হয়ে যায়। আয়ারল্যান্ড তখন ১৭৬/৬, বাংলাদেশের জয়ের জন্য বাকি মাত্র ৪ উইকেট।
হোয়াইটওয়াশের খুব কাছেই এখন টাইগাররা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।