সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

মিরপুরে মুশফিকের ১০০তম টেস্ট উদযাপন, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন অভিজ্ঞ ব্যাটার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:১০

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে রোববার স্বাগতিক বাংলাদেশ দলের ২১৭ রানের জয়ের পর মিরপুরে মুশফিকুর রহিমের জন্য প্রস্তুত করা হয়েছিল বিশেষ ক্রেস্ট। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচ খেলায় মুশফিককে একাধিক সংস্থা, যেমন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায়।

মিরপুরের মাঠে দাঁড়িয়ে মুশফিক হাসতে হাসতে বললেন, “এত ক্রেস্ট কোথায় রাখব।” সেঞ্চুরির পর অপরাজিত হাফসেঞ্চুরি করেই ম্যাচসেরার খেতাব জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

অধিনায়ক নাজমুল হোসেন বলেন, “মুশি ভাইয়ের উদযাপন ভেতরে-বাইরে সবাই উপভোগ করেছে। এক পেস বোলারও বলেছিল, আমি ১০০ টেস্ট খেলতে চাই। আমাদের দেশের একজন পেসারের এমন স্বপ্ন বলা সত্যিই সাহসের ব্যাপার।”

মুশফিক বলেন, “আমি আরও খেলতে চাই। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এমন ড্রেসিংরুম ভাগ করে নেওয়াও আমার বড় সৌভাগ্য। তরুণদের পথ দেখানো এখন আমার দায়িত্ব। আশা করি তারা আমার পাশাপাশি দলের সবার কাছ থেকেও শিখবে।”

শুরুর দিকে বাংলাদেশের টেস্ট সূচি সীমিত থাকায় মুশফিকও বেশি টেস্ট খেলতে পারেননি। আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি মন্তব্য করেন, “মুশফিকুর ১০০তম টেস্ট সত্যিই বিশেষ। আমাদের খেলোয়াড়দের জন্য এত বড় মাইলফলক পৌঁছাতে সময় লাগবে। ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সহজ ছিল না, কিন্তু মুশফিক এখন যে স্তরে, তিনি যে কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top