প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৫৪
স্পেনের ফুটবল মহল এখনও শোক জানাচ্ছে দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে। সেই সংবেদনশীল মুহূর্তে রিয়াল মাদ্রিদ বড় ভুল করে বসেছে। ক্লাবের সাধারণ সভায় প্রদর্শিত শ্রদ্ধা-ভিডিওতে আসল আন্দ্রে সিলভার বদলে অন্য একজন ফুটবলারের ছবি দেখানো হয়, যা মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।
রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সেই ভিডিওতে দেখা যায় এলচের ফুটবলার আন্দ্রে দা সিলভার ছবি। ভিডিও প্রকাশিত হবার পর সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দায় স্বীকার করে বলেন, “এটি আমাদের একটি প্রাতিষ্ঠানিক ভিডিওতে মানবিক ভুল ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
মাঠের পারফরম্যান্সেও রিয়াল মাদ্রিদের দিনটা তেমন স্বস্তির ছিল না। লা লিগার এলচের মাঠে তারা ২-২ ড্র করে, শেষ মুহূর্তের জুড বেলিংহামের গোলে পয়েন্ট বাঁচায় লস ব্লাঙ্কোস। ড্রয়ের পরও শীর্ষস্থানে অবস্থান করছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার থেকে এক পয়েন্ট এগিয়ে।
তবে শ্রদ্ধা জানানো মতো সংবেদনশীল বিষয়টি এমন ভুল রিয়াল মাদ্রিদকে অস্বস্তিতে ফেলে। ক্লাবের ক্ষমা প্রার্থনার পর বিতর্ক কিছুটা থামলেও, সমর্থকদের হতাশা এখনও রয়ে গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।