৭ বছর লাইফ সাপোর্টের পর প্রাণ হারালেন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আকশু ফার্নান্দো মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি ৭ বছরের কোমার পর জীবনের সন্ধ্যা ছুঁলেন।
ফার্নান্দো ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকার সমুদ্রসৈকতে অনুশীলন শেষে ফেরার পথে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। তখন তার বয়স ছিল ২৭ বছর।
ফার্নান্দো শ্রীলঙ্কার ক্রিকেটে এক সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলছিলেন। তিনি রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেন এবং লিস্ট-এ ক্রিকেটে ২৫ ম্যাচে ২৯৮ রান সংগ্রহ করেন। তিনি ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। এছাড়া, তিনি অফ স্পিনও ভালো করতেন এবং সিনিয়র পর্যায়ে সাতটি ৫০+ স্কোর ছিল।
২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন ফার্নান্দো। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। তার সতীর্থ ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের দানুস্কা গুনাতিলকা ও ভানুকা রাজাপাকসে।
আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের সিনিয়র প্রশাসক রোশান আবেসিংয়ে ফার্নান্দোর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, “সে ছিল এক অসাধারণ তরুণ, যার প্রতিশ্রুতিময় ক্যারিয়ার নির্মম এক দুর্ঘটনায় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। স্কুল ক্রিকেট এবং রাগামার জন্য দারুণ এক খেলোয়াড়। আমাদের সবার জন্য দিনটা দুঃখের। আমরা তোমাকে মিস করব আকশু এবং সারা জীবন মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও প্রিয় রাজকুমার।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।