ফ্রি এজেন্ট রামোস, কিন্তু লক্ষ্য সেভিয়ার মালিকানা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৪:৩৩
লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়ার মালিকানা বদল নিয়ে দীর্ঘদিনের আলোচনা এবার নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে দরকষাকষি চললেও হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ক্লাবের সাবেক তারকা ও স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস।
স্প্যানিশ গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুরুতে ‘মাইনর ইনভেস্টর’ হিসেবে যুক্ত হওয়ার কথা থাকলেও এখন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন রামোস নিজেই। ইতোমধ্যে তিনি সেভিয়ার শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন, যা এখন পর্যন্ত পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বড় বলেও জানা গেছে।
শৈশবে সেভিয়ার একাডেমিতে বেড়ে ওঠা রামোসের সঙ্গে ক্লাব ও সমর্থকদের সম্পর্ক একসময় তিক্ত হয়ে উঠলেও দ্বিতীয় দফায় খেলতে এসে সেই দূরত্ব অনেকটাই কমিয়ে এনেছিলেন তিনি। সেই আবেগ এবং ক্লাবের প্রতি গভীর টান থেকেই এবার মালিকানা নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
.jpg)
এর আগে সেভিয়ার মালিকানা দখলের দৌড়ে এগিয়ে ছিল একটি আমেরিকান কনসর্টিয়াম। এমনকি ক্লাব পরিচালনায় কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মনচিকে ফেরানোর পরিকল্পনাও ছিল। তবে আর্থিক ও কাঠামোগত মূল্যায়নে জটিলতা দেখা দেওয়ায় প্রস্তাবের মূল্য কমে যায় এবং শেষ পর্যন্ত আলোচনা ভেঙে পড়ে।
৩৯ বছর বয়সী সার্জিও রামোস বর্তমানে ফ্রি এজেন্ট। ডিসেম্বরের পর থেকে তিনি কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন এবং ইউরোপে ফেরার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন। তবে সেভিয়ার মালিকানা যদি তার হাতেই আসে, তাহলে ভবিষ্যতে তাকে খেলোয়াড় হিসেবেও আবার দেখা যাবে কি না—সে প্রশ্নও উঠতে শুরু করেছে।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নতুন মালিকানা কাঠামো ও বোর্ড গঠনের সম্ভাবনা সেভিয়ার সামনে ইতিহাসের এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর রামোসের জন্য এটি হতে পারে খেলোয়াড়ি জীবনের পর ফুটবল জগতে একেবারে নতুন অধ্যায়ের সূচনা।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।