কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ, তবে পাচ্ছে না ৯.২০ কোটি টাকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৬:২২
কলকাতা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত খবর প্রকাশিত হওয়ার পর কেকেআরের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার বিরোধিতা করে আন্দোলন শুরু করলে বিসিসিআই এই পদক্ষেপ নেয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।”
কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, “বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।”
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিতর্কটি মূলত বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনা এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে শুরু হয়। ধর্মীয় আধ্যাত্মিক নেতা দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম একে কেন্দ্র করে মন্তব্য করেন। দেবকীনন্দন ঠাকুর বলেন, কেকেআরের ব্যবস্থাপনা ও শীর্ষ নেতৃত্বকে ওই ক্রিকেটারকে দল থেকে সরানো উচিত। সঙ্গীত সোম শাহরুখ খানেরও সমালোচনা করে তাকে “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেন।
এদিকে, মুস্তাফিজুর রহমানের এই পদক্ষেপে আইপিএল মরসুমে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেছে। কেকেআর এখন বিকল্প খেলোয়াড় খুঁজে দলের ভারসাম্য রক্ষা করার পরিকল্পনা করছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু খেলোয়াড়ের ক্যারিয়ারের জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতি ও সঙ্গতিপূর্ণ খেলাধুলার নীতি নিয়েও প্রশ্ন তুলেছে।
মুস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত। তার অনুপস্থিতি কেকেআরের বোলিং বিভাগে একটি বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি খেলার ঘটনা নয়, বরং রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কারণে উদ্ভূত একটি বিতর্কিত পরিস্থিতি।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।