শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফ্রান্স ও জার্মানীতে ফের লকডাউন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৮:০৯

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারিতে নাকাল হয়ে পরেছে মানুষ। ইউরোপের বেশ কিছু দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় লকডাউনসহ জরুরী অবস্থা জারির মতো কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (২৮ অক্টোবর) থেকে ফ্রান্সে আবারো লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু করে পুরো নভেম্বর মাস জুড়ে দেশটিতে লক ডাউন কার্যকর থাকবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বুধবার (২৮ অক্টোবর) রাতে এই ঘোষণা দেন। তিনি আরও জানান, লকডাউন চলাকালে কোন ব্যক্তি শুধুমাত্র বিশেষ প্রয়োজন কিংবা চিকিৎসার প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবেনা।

তিনি বলেন, খাবার হোটেল, বার অথবা যেসকল ব্যবসা প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় তা লকডাউন চলাকালে বন্ধ থাকবে। কিন্তু স্কুল ও কলকারখানা গুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট মাক্রোঁ আরও বলেন, তার দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসার ঝুঁকি অনেক বেশি এবং তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজনক হতে পারে।

এপ্রিল মাসের পর থেকে ফ্রান্সে করোনায় দৈনিক সর্বোচ্চ মারা গিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্সে নতুন করে ৩৩ হাজার লোক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, ইউরোপের আরেক দেশ জার্মানীতেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সীমিত আকারে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেলের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) এ তথ্য সংবাদ মাধ্যম জানায়, দেশটিতে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়াতে থাকায় সীমিত আকারে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটিতে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন।

এনএফ/আরওয়াই/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top