এবার জার্মানিতে করোনা টিকার বদলে দেয়া হল স্যালাইন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২১, ১৯:২৭

এবার জার্মানিতে করোনা টিকার বদলে দেয়া হল স্যালাইন

উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে করোনার প্রতিষেধক টিকার বদলে দেয়া হয়েছে স্যালাইন। এতে আশঙ্কা করা হচ্ছে ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে টিকা নেয়া ৮ হাজার ৫৫৭ জন প্রভাবিত হতে পারেন।

জানা যায়, দুর্ঘটনাক্রমে টিকার একটি শিশি ভেঙে ফেলায় এতে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ওই নার্স। তখন ভয় পেয়ে ও চাকরি বাঁচাতে করোনা টিকার বদলে স্যালাইন পানি দিয়েছিলেন তিনি।

তবে তদন্তকারীরা জানিয়েছেন, কমপক্ষে ছয়বার করোনা টিকার নামে স্যালাইন দেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত নার্স। আইনজীবীর দাবি, টিকার মধ্যেই স্যালাইন পানি যোগ করে দিয়েছিলেন নার্স। ফলে টিকা যে মোটেও দেয়া হয়নি, তা নয়।

জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্যালাইন দেয়ায় এমনিতে শরীরের কোনো ক্ষতি হবে না। কিন্তু করোনারোধী টিকা যে অ্যান্টিবডি তৈরির জন্য দেয়া হয়, সেটি তৈরি হবে না। আর ওই সময় মূলত বয়স্করা টিকা পেয়েছেন। ফলে তারা সংক্রমণের ঝুঁকিতে থাকবেন। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, নার্সের এই কাণ্ডের পর এলাকায় করোনার প্রকোপ বাড়তে দেখা যায়নি।

এ ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। তিনি কেন এই কাজ করলেন তা পরিষ্কার নয়। তবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা টিকা নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন ওই নার্স।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top