যুদ্ধ থামাও, বন্দী ফেরত দাও—তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১২:১০

ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে—লক্ষ্য একটাই: গাজা সিটি দখলের পরিকল্পনা থামানো। গতকাল শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হামাসের হাতে আটক বন্দীদের পরিবারের সদস্যরাও।
তাদের দাবি—যেকোনো সামরিক অভিযান শুরুর আগে পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি ও অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। পরিবারের সদস্যদের আশঙ্কা, গাজায় হামলা চালানো হলে বন্দীদের প্রাণহানির ঝুঁকি বেড়ে যাবে বহুগুণে।
টাইমস অব ইসরায়েল জানাচ্ছে—গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। অথচ এর আগেই ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যদিও সেনাবাহিনী সতর্ক করেছিল—এটি বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলবে, সৈন্যদের অপ্রয়োজনীয় বিপদে ফেলবে এবং মানবিক সংকটকে আরও গভীর করবে।
হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম সরকারের সিদ্ধান্তকে ‘প্রিয়জনদের বলি দেওয়া’ হিসেবে অভিহিত করেছে। তাদের স্পষ্ট আহ্বান—
সময় শেষ হয়ে এসেছে—পূর্ণাঙ্গ বন্দী বিনিময় করুন, যুদ্ধ থামান, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দিন। এই বিক্ষোভ প্রমাণ করে, গাজার যুদ্ধ শুধু সীমান্তের লড়াই নয়—এটি ইসরায়েলের ভেতরেও গভীর বিভাজন তৈরি করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।