কাজাখস্তানে এলপিজির দাম বাড়ায় আন্দোলনে সরকারের পতন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০৫:১৫

কাজাখস্তানে এলপিজির দাম বাড়ায় আন্দোলনে সরকারের পতন

কাজাখস্তানের এলপিজির দাম বাড়ার জেরে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ বুধবার (০৫ জানুয়ারি) পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে প্রথমে দেশটির আলমাটি এবং তেলসমৃদ্ধ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং সেই সঙ্গে স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। রাতেও বিক্ষোভকারীরা শহরের রাস্তায় ছিল। আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি। বিক্ষোভকারীরা সরকার ও সামরিক ভবনগুলোতে আক্রমণ করার ডাক দেয়।

শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইস্তফা দেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট এই ইস্তফা স্বীকার করে নিয়েছেন। তিনি স্মাইলভকে কার্যকরী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।

রাষ্ট্রপতির ওয়েবসাইট থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বলেছেন, এ ধরনের প্রতিবাদ অন্যায়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত বিক্ষোভকারীদের।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top