৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০১:১৪
করোনা প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি।
এফডিএ-র গবেষণার পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়।
এফডিএ-র অনুমোদনের পর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করে। এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: যুক্তরাষ্ট্র বুস্টার ডোজ USA
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।