তালেবানের সঙ্গে আফগান সরকারের লিখিত চুক্তি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ১৮:১১
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একটি লিখিত চুক্তি হয়েছে। আলোচনা অব্যাহত রাখতে দু’পক্ষই এটি মেনে চলার ঘোষণা দিয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ডয়েচে ভেলের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে আফগান সরকার ও তালেবান জানিয়েছে, ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেয়া, যুদ্ধবিরতি নিয়ে কীভাবে আলোচনা হবে, প্রাথমিক চুক্তিতে তারই রূপরেখা তৈরি হয়েছে। গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটিই দু’পক্ষের মধ্যে প্রথম কোনো লিখিত চুক্তি। ।
যৌথ বিবৃতিতে বলা হয়, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। তারা শান্তিচুক্তির এজেন্ডা কী হবে তার খসড়া তৈরি করবে।
আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি রয়টার্সকে বলেন, আলোচনার পদ্ধতি ও প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে। এবার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আলোচনা চলবে। তালেবান প্রতিনিধিও টুইট করে এ বক্তব্য সমর্থন করেছেন। আফগান সরকার ও তালেবানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দু’পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই চুক্তি হলো মতৈক্যে পৌঁছনোর জন্য দুপক্ষের নিরন্তর চেষ্টা ও ইচ্ছের যোগফল। দুপক্ষ যাতে সহিংসতা কমিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে, তার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি প্রমাণ করে দিচ্ছে– দু’পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে চাইছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।