আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৫:০৮

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

তিন দিন স্থিতিশীল থাকার পর সোমবার আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশেষজ্ঞদের ধারণা, ডলারের মান বাড়তে থাকা ও অন্যান্য মুদ্রার মান স্থিতিশীল, কিংবা হ্রাস পাওয়াই সম্ভাব্য বৈশ্বিক মন্দার আশঙ্কাই তেলের দাম নিম্নমূখী হওয়ার মূল কারণ।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বিশ্ব বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৫ দশমিক ১৪ ডলার থেকে ১ দশমিক ৫৮ ডলার কমে হয়েছে ৯৩ দশমিক ৫৬ ডলার। শতকরা হিসেবে এই হ্রাসের হার ১ দশমিক ৬ শতাংশ।

আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৭ ডলার কমে হয়েছে ৮৯ দশমিক ০৭ ডলার। শতকরা হিসেবে মূল্য কমার হার ১ দশমিক ৯ শতাংশ।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন স্থিতিশীল থাকার পর সোমবার ফের কমল তেলের দাম। শতকরা হিসেবে দেখা গেছে— সপ্তাহের এই মাঝামাঝি পর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআিই— দুই ধরনের তেলের দাম কমায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

জাপানভিত্তিক অর্থনৈতিক সংস্থা নোমুরা সিকিউরিটিজের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তাতসুফুমি ওকোশি এ বিষয়ে রয়টার্সকে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ডলার শক্তিশালী হচ্ছে, আর অন্যান্য মুদ্রার মান হয় স্থিতিশীল আছে, নয়তো কমছে। ফলে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ভারসামীহীন পরিস্থিতি তৈরি হচ্ছে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top