সাহারা মরুতে বৃক্ষ-পানির উপস্থিতি, এতো গাছ দেখে অবাক বিশ্ব
রায়হান রাজীব
|
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২

বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারার একাংশে বিশাল এলাকাজুড়ে দেখা মিলেছে বৃক্ষরাজি। গাছের ঘনত্বও অন্য অংশের চেয়ে অনেক বেশি। তুলনামূলক বেশি মাত্রায় রয়েছে পানির উপস্থিতিও।
সাটেলাইট-ছবি বিশ্লেষণ করে এসব গাছ খুঁজে পেয়েছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
স্যাটেলাইটে ধারণ করা ১১ হাজার ১২৮টি ছবি বিশ্লেষণ করে পাওয়া যায় ১৮০ কোটি বৃক্ষ। গবেষকরা বলছেন, মরুর বুকে হঠাৎ অতিমাত্রায় বৃষ্টিপাত কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা ঘটে থাকতে পারে।
মরুতে এতো গাছের অস্থিত্ব আছে এটা ছিল বিজ্ঞানীদের ধারণার বাইরে। শুধু উপরিভাগেই নয়, বালির নিচেও মিলছে গাছ। ব্যাপকভিত্তিক গবেষণায় বের হয়ে আসতে পারে অবাক করা আরও তথ্য।
সাম্প্রতিক এক গবেষণায় উঠে আসে কিছুটা সরে গেছে পৃথিবীর ম্যাগনেটিক পোল বা চৌম্বক ক্ষেত্র। সাথে বন উজাড়, অতিমাত্রায় কার্বণ নিঃস্বরণের প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে বলছেন বাংলাদেশি গবেষকরা।
ড. আব্দুস সালাম বলেন, ম্যাগনেটিক ফিল্ডটা একটু চেঞ্চ হচ্ছে। যার ফলে ওয়েদার প্যাটেন্টটাও একটু পরিবর্তন হয়েছে।
বিষয়: সাহারা মরু অবাক বিশ্ব বৃক্ষ-পানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।