বিএনপি নেতা ফখরুল-রিজভী: হতাশা ও পিআর নির্বাচনের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৮:৪৮

ছবি: সংগৃহীত

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—আমি হতাশ হতে চাই না, তবে হতাশা এড়ানো যাচ্ছে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য কমানো ও প্রগতিবাদী সমাজ গঠনের চেষ্টা অনেকসময় ডাইভার্ট করা হচ্ছে। মানুষের চিন্তাভাবনাকে ও উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার কারণে হতাশা বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও কৃষিসহ সবকিছু রাষ্ট্রকাঠামোর ওপর নির্ভর করে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং দুর্নীতির কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় বলেন—সংখ্যানুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জনগণকে সুযোগ দেবে না। তিনি সতর্ক করেছেন, পিআর পদ্ধতি ও নির্বাচনী সংস্কারের কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্ব করার চেষ্টা করতে পারে।

সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এছাড়া নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের ফরম বিতরণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top