শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতে দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ আগুন, নিহত ৫

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২, ০৩:৩৭

পূজার মণ্ডপে আগুন

রোববার (২ অক্টোবর) রাতে দেশটির উত্তর প্রদেশের ভাদোহি শহরে আরতি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার সময় মণ্ডপের প্যান্ডেলে প্রায় ১৫০ মানুষ ছিলেন। আহত ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই বলছে, একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়। আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে নামেন দমকলকর্মীরা। ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top