দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে ২৬ বছর কারাদণ্ড হতে পারে
দুটি ভিন্ন মামলায় মিয়ানমার নেত্রী অং সান সু চির আরও ৬ বছরের কারাদণ্ড
রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৪:১৪
ঘুষ ও জালিয়াতির ভিন্ন দুটি মামলায় তিন বছর করে মোট ৬ বছর কারাগারের নির্দেশ দিয়েছে সামরিক জুন্টা সরকারের একটি আদালত।
৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সু চি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি।
মায়ানমার জুন্টা সরকারের আদালতে সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে। যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
সর্বশেষ মামলার অভিযোগে বলা হয়েছে সু চি ব্যবসায়ী মং উইকের কাছে ৫ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছেন। সূত্র জানিয়েছে, সুচির স্বাস্থ্য ভালো আছে এবং এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।
এদিকে, রায়ের শুনানিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং সু চির আইনজীবীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।
দেশটিতে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩০০এর বেশি মানুষকে হত্যা এবং ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
এরআগে, গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর সু চির সঙ্গে দলের বেশ কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী, আমলা, ছাত্র, সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের একাধিক মামলা করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাবাসের নির্দেশ দিয়েছে মায়ানমারের সামরিক আদালত।
সু চির বিরুদ্ধে দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ নানা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে প্রায় ২৬ বছরের মতো কারাদণ্ড হতে পারে তাঁর।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।