খোলা চিঠি লিখে না ফেরার দেশে বিভুরঞ্জন সরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১২:২৫

ছবি: সংগৃহীত

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ৫ দশকেরও বেশি সময় সত্যের পক্ষে লিখে গেছেন তিনি। এরশাদ আমল থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা—সব সময়ই তিনি কলম ধরেছেন মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে লিখলেন এক খোলা চিঠি। চিঠিতে উঠে আসে তার দীর্ঘ সংগ্রাম, দারিদ্র্য, অসুস্থতা আর অপূর্ণ স্বপ্নের কাহিনী।

তিনি লিখেছেন—সত্য লিখে বাঁচা সহজ নয়। সারাজীবন লড়াই করেছি, কিন্তু পুরস্কার পাইনি। সংসার চলে ধারদেনায়, আর আমার ওষুধের খরচই মাসে ২০ হাজার টাকার বেশি।

অভিমানভরা শেষ লেখায় তিনি উল্লেখ করেন—আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। দুঃখই হোক জীবনের শেষ সঙ্গী। ২১ আগস্ট ভোরে লেখা সেই খোলা চিঠিই রয়ে গেল তার জীবনের শেষ সাক্ষ্য। এরপরদিন মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হয় বিভুরঞ্জন সরকারের নিথর দেহ। সত্যের প্রতি তার অঙ্গীকার আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top