• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ক্ষমা চাইলেন কিংবদন্তি গায়ক বব ডিলান

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৫:৫৩

কিংবদন্তি গায়ক বব ডিলান

বইয়ে হাতে করা স্বাক্ষরের পরিবর্তে মেশিনে স্বাক্ষর দেওয়ার কারণে ক্ষমা চাইলেন কিংবদন্তি মার্কিন গায়ক বব ডিলান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম এ তারকা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন।

বিবৃতিতে ডিলান জানান, ২০১৯ সাল থেকে তিনি স্বাক্ষরের ব্যাপারে অটোপেন ব্যবহার করছেন। কারণ তিনি তখন থেকে ভার্টিগো রোগে ভুগছেন। দ্য ফিলোসফি অব মর্ডান সং বইয়ে ডিলানের সইয়ের পার্থক্যের বিষয়টি চোখে আসে।

ডিলান বিবৃতিতে বলেছেন, ‘বছরের পর বছর আমি বইতে হাতেই সই করে আসছি। তবে তাতে কোনো সমস্যা ছিল না। ২০১৯ সাল থেকে ভার্টিগো ও মহামারির কারণে পরিস্থিতি খারাপ হয়। মহামারীর সময় সই করা অসম্ভব হয়ে পড়ে। ভার্টিগোও বেশ ভুগিয়েছে। তাই নির্দিষ্ট সময়ে বই সই করার জন্য অটো পেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আমাকে এই নিশ্চয়তা দেওয়া হয় যে শিল্প-সাহিত্যে এমনটা প্রায়ই ঘটে থাকে।’

বব ডিলানকে সর্বকালের সেরা গীতিকারদের একজন মনে করা হয়। তিনি অস্কার, গোল্ডেন গ্লোব ও গ্র্যামি (১০টি) ছাড়াও গীতিকবিতার জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সূত্র: বিবিসি

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top