সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

জাতিসংঘের বিশেষ দূতের ভূমিকায় আর থাকবেন না অ্যাঞ্জেলিনা জোলি

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৫

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের ভূমিকায় আর থাকবেন না হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে একজন মানবিক কর্মী হিসেবে থাকবেন সংস্থাটির সাথে। শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

জোলি বলেন, আমি শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব। এতোদিন জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজ করার সময় এসেছে।

গত ২১ বছরে ৬০টিরও বেশি ফিল্ড অ্যাসাইনমেন্টে কাজ করেছেন জোলি। এরপর ২০১২ সাল থেকে তিনি শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জোলিকে তার সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top