চীনের হাসপাতালগুলো পূর্ণ হচ্ছে করোনা রোগী দিয়ে : ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৬:৪৭

চীনের হাসপাতালগুলো পূর্ণ হচ্ছে করোনা রোগী দিয়ে : ডব্লিউএইচও

সংক্রমণ বাড়ায় করোনা রোগীদের দিয়ে চীনের হাসপাতালগুলো পূর্ণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থার কর্মকর্তা ডা. মাইকেল রায়ান জানিয়েছেন, নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) ব্যস্ত থাকলেও কর্মকর্তারা বলছেন সংখ্যা ‘আপেক্ষিকভাবে কম।’

চীনের পরিসংখ্যানে দেখা গেছে, বুধবার কোভিডের কারণে কেউ মারা যায়নি, তবে রোগের প্রকৃত প্রভাব সম্পর্কে সন্দেহ রয়েছে।

সাম্প্রতিক দিনগুলিতে বেইজিং এবং অন্যান্য শহরের হাসপাতালগুলো করোনার রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে ২০২০ সাল থেকে চীন করোনার সংক্রমণ ঠেকাতে শূন্য কোভিড নীতি অনুসরণ করে আসছে। তবে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের পরে ডিসেম্বরে বিশ্বের কিছু কঠিনতম কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে চীন। এই পরিস্থিতিতে দেশটিতে করোনায় সংক্রমণের হার বাড়ছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আগামী বছর নাগাদ দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অরক্ষিত জনগোষ্ঠী হওয়ায় এক্ষেত্রে বয়স্কদের মৃত্যু হার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা বিভাগের প্রধান ডা. রায়ান বলেছেন, ‘চীনে, যা বলা হচ্ছে, তা হল আইসিইউতে তুলনামূলকভাবে কম সংখ্যক রোগী, তবে ধারণা করা হচ্ছে আইসিইউগুলো পূর্ণ হচ্ছে। আমরা কয়েক সপ্তাহ ধরে বলে আসছি অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটিকে কেবল জনস্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে ঠেকানো কঠিন।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top