সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করেছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০৬:২৯
সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। মূলত অর্থনৈতিক মন্দায় নিজেদের খরচ কমাতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
সোমবার (২ জানুয়ারি) এএফপি ও ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলার ঋণ পেতে দৌড়ঝাপ করছে শ্রীলঙ্কা। তবে এক্ষেত্রে আইএমএফ শর্ত জুড়ে দিয়েছে, ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য কমাতে হবে সরকারি ব্যয়।
আরও পড়ুন: ইউক্রেনের রকেট হামলায় ৬৩ রুশ সেনা নিহত
আইএমএফ আরো জানিয়েছে, শ্রীলঙ্কায় এখন যে সংখ্যক সরকারি পদ আছে তাও কমাতে হবে। বর্তমানে দেশটিতে ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।
এছাড়া শর্ত দেওয়া হয়েছে, সব পণ্যের ওপর কর বৃদ্ধি করতে হবে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান লোকসানের মধ্যে আছে সেগুলো বিক্রি করে দিতে হবে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা।
বিষয়: শ্রীলঙ্কা সরকারি চাকরি নিয়োগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।